“আছি”
কলমে সোনালী
আমি আছি। তবে যৌনতার উদযাপনে নয়।
সেই উদযাপনের ক্লান্তিতে যখন তুমি,কোন ভরসার কোল খুঁজবে,
তখন আমাকে পাবে,আমি আছি।
যখন সমুদ্র সৈকতে,নীল দোদুল্যমান ঢেউয়ের সামনে বসে,
স্বপ্ন পরীদের আলিঙ্গন করতে করতে,নিজেকে হারিয়ে ফেলবে ,
অথবা যখন তোমার শরীর বেছে নেবে,কোন তরুণী বা যুবতী,
কৃষ্ণাঙ্গী বা শ্বেতাঙ্গীর শরীর,চুম্বনে চুম্বনে,মাদকতার ফোয়ারায়,
আত্মহারা হয়ে উঠবে তুমি,আর ঠিক তার কিছুক্ষণ পরেই,
যখন শূন্য বিছানায় ক্লান্ত হয়ে,লুটিয়ে পড়া তুমি,ঠান্ডা লেগে
লাল হয়ে যাওয়া চোখ দুটিতে,দূরের সপ্তর্ষিমণ্ডলের দিকে
চেয়ে থাকবে একা,তখন পড়ন্ত রাতের,প্রশান্ত বাতাস হয়ে,
তোমার কপালে,আলতো সোহাগ আদর এঁকে দিয়ে আমি বলবো,
আমি আছি।
যখন,গ্রীষ্মের অতর্কিত দাবদাহে,তোমার স্বপ্ন সৌধের গায়ের ক্ষত,
প্রকট হয়ে উঠবে,আর সেই রুক্ষতায় কষ্টে ছটফট করে উঠবে তুমিও,
তখন অপ্রত্যাশিত বৃষ্টির ধারা হয়ে,তোমার জীবনকে,সৃষ্টি সুখের আশ্বাসে
ভরিয়ে দিয়ে,তোমার হাতটা আমার বুকের ওপর চেপে ধরে রেখে,
আমি বলব,আমি আছি ইইইইইইইই।
যদি কখনো বসন্তের অপেক্ষায়,তোমার হাতের মুঠোতে শক্ত করে
ধরে রাখা,লাল পলাশের মালাটা,অকারণ,অহেতুক হয়ে বিদ্রুপ করে তোমাকে!
তখন হলুদ আবিরের পেলব স্পর্শে, তোমার সারা শরীর,রাঙিয়ে দিয়ে,
আবেগ মথিত হয়ে আমি বলব,আমি আছি।
যখন চাইনিজ কিংবা কন্টিনেন্টাল ডিস খেতে,খেতে তোমার মুখে ছাতা পড়ে যাবে,
খাওয়ায় একেবারে অরুচি ধরে যাবে তোমার,তখন নিজের হাতে,
আলু পোস্ত,মুগের ডাল আর দই কাতলা রেঁধে,কাঁসার থালায় সাজিয়ে,
তোমার মুখের সামনে ধরে বলব,আমি আছি।
যখন বিদেশে পাড়ি দেবার সময়,ব্যস্ততার কারণে, মনের ভুলে তোমার,
একতারা হাতে বাউল আঁকা পাঞ্জাবি টা,ঘরের কোনের কোন একটা
টেবিলের ওপর ফেলে রেখে এসে হঠাৎই সেটা আবিষ্কার করে
খুব আফসোস করে তুমি বলবে, ইস!
তখন ঠিক,হঠাৎ করেই তোমার সেই পছন্দের পাঞ্জাবিটা,ম্যাজিকের মতো
তোমার চোখের সামনে তুলে ধরে,তোমাকে সারপ্রাইজ দিয়ে বলবো,
বলেছিলাম তো আমি আছি !
ঈশ্বর না করুন,যদি কখনো দুরারোগ্য কোন অসুখ হয় তোমার !!
শরীরের অনু,পরমানুতে,আছড়ে পড়ে অনাগত,বিষের স্রোত!!
আর সেই ভয়ে,তোমার চারপাশের চেনা মুখগুলো,হঠাৎ করেই
অচেনা হয়ে ওঠে মুখ মুখোশের খেলায়!
তখন যন্ত্রণা কাতর তোমাকে দু হাত দিয়ে আগলে ধরে,পরম শান্তিতে,
আমার মাথাটা তোমার বুকের ভেতরের অন্তর দেবতাকে স্পর্শ করে
আমি বলব, আমি আছি,আমি আছি,আমি আছি।
হ্যাঁ আমি আছি,আমি থাকব। তোমার জীবনে,এক পরম কাঙ্খিত বন্ধু হয়ে,
একজন শুভাকাঙ্ক্ষী হয়ে,একজন নিখাদ,নির্ভেজাল,বিশ্বস্ত প্রেমিকা হয়ে।
যে দুহাত দিয়ে আগলে রাখবে,তোমার গোটা আমিটা কে। ভালো মন্দের
তোয়াক্কা না করেই,পরম স্নেহ,যত্ন আর ভালোবাসা দিয়ে।
আর সেই ভালোবাসার কোন উৎস থাকবে না,তাই থাকবে না কোন সমাপ্তিও।
থাকবে শুধু একাল,সেকাল আর পরকাল জুড়ে,এক অনন্ত বিচরণ।
Nothing much to say. It just touched my heart and soul. Just loved it. Ek kothay, Opurbo. Lekhata just mone dhore nilo.
Thank you so mouch