একটা প্রশ্ন মনের মধ্যে আসছে বারবার। জানিনা এর উত্তরটা কারা দিতে পারবেন? পুরুষরা?মহিলারা? পুরুষবাদি কর্মীরা? নাকি মহিলা বাদী কর্মীরা?
আমাকে ভুল বুঝবেন না,আমি কিন্তু পুরুষদের বিপক্ষে গিয়ে,তাদেরকে বা তাদের অসুবিধা বা যন্ত্রণা গুলোকে, লঘু করে দেখে বা হেয় করে দেখে, কিছু উস্কানিমূলক কথা বলার জন্য এটা লিখছি না।
কারণ আমি জানি,নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেকের মধ্যেই যেমন ভালো আছে, তেমন মন্দও আছে। একপেশে ভাবনা নিয়ে,কোন একটা পক্ষকে খারাপ তকমায় চিহ্নিত করা কখনোই ঠিক নয়। বিশেষ করে কিছু নরকের কীটদের নারকীয় কাণ্ডকলাপের ভিত্তিতে। কারণ আজ বহু পুরুষ মেয়েদের সাথে সমান কদমে,এই ভয়াবহ ঘটনার তীব্র প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। তারা বোঝেন সমস্যাটা,অপমানটা,যন্ত্রণাটা,আর তার জন্য করা প্রতিবাদটা,নারী বা পুরুষের নয় মানুষের।
তবে এই প্রশ্নটার উত্তর চাইছি,আপনাদের সবার কাছে। আশা করি যারা মাঝে মাঝেই মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় বলিষ্ঠ ভাবে বলে থাকেন, নারী আর পুরুষদের নির্যাতন ভোগের মাত্রা নাকি একই রকম। বরং সেই তুলনায় নাকি পুরুষরা অনেক এগিয়ে আছেন,এমনকি তাদের মুখে এও বলতে শুনি, নারী ধর্ষণ এবং পুরুষ ধর্ষণের বিষয়টাও নাকি একই রকমের একই পর্যায়ের,আমি তাদের এই প্রশ্নটা করতে চাই যে,
আজ পর্যন্ত ডমিনেটিভ নারী দেখা গেছে অনেক।বা নানান ধরনের অপকর্মের সাথে লিপ্ত নারী ও আছেন ভুরি ভুরি,কিন্তু ধর্ষক নারী হিসেবে ১৮ কুড়ি জন মিলে,কোন একজন পুরুষকে তার যৌনাঙ্গে ক্লিপ আটকে রেখে ছিঁড়েভুরে খাচ্ছে,এরকম চিত্র আমাদের সমাজে,আমাদের পরিবারে,আমাদের পাড়ায় আপনারা কটা দেখেছেন কি বলে আপনাদের স্ট্যাটিসটিক্যাল রিপোর্ট ?
নির্ভয়া কান্ডর মত ঘটনার শিকার নারী, সম্প্রতি এই ভয়াবহ ঘটনার কেন্দ্রবিন্দু ও নারী,বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাসিড অ্যাটাকের শিকার নারী।
হ্যাঁ নিশ্চয়ই প্রচুর মহিলা আছেন যারা নানাভাবে পুরুষদের কেও হেনস্থা করেন। তার পার্সেন্টেজ টা কত? সেটা ভায়া শুনতে চাই না আর। সরাসরি ডকুমেন্টে জানতে চাই । আর ডকুমেন্টের বা রিপোর্টের সত্যতা সম্পর্কেও সঠিক ডকুমেন্ট চাই।
কারণ আমার পরিবারে,আপনাদের পরিবারে, আমার পাড়ায়, আপনাদের পাড়ায়,আমাদের সমাজে যে চিত্র বেশি দেখা যায়,আশা করি তার ভিত্তিতেই স্ট্যাটিস্টিকাল রিপোর্ট তৈরি হয়, অত্যাচারের তীব্রতা, ধর্ষণের ভয়াবহতা সারা ভারতজুড়ে যেটা প্রতিফলিত হচ্ছে সেটাই নিশ্চয়ই প্রতিফলিত হচ্ছে এইসব রিপোর্টগুলোতে,সেগুলো নিশ্চয়ই কোনো মঙ্গল গ্রহ থেকে আসেনা।
রান্না সামান্যতম পছন্দ হয়নি বলে আমি ভারি ভারী ৮-১০ টা পদে সাজানো বাটি সমেত ভারি কাঁসার থালা আমার দাদুকে ছুঁড়ে মারতে দেখেছি দিদিমাকে নয়। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে আমাদের চারপাশে, এ দিয়ে তো হাটি হাটি পা পা করে শুরু হয়,গিয়ে পৌঁছয় আরজি করের সেমিনার হলে।
অবশ্য হতেই পারে আপনারা হয়তো অন্য কিছু চিত্র দেখছেন, বা দেখেন বিশেষ কিছু অবস্থানে অবস্থান করার জন্য। যা অত্যন্ত সাধারণ,ছাপোসা মানুষ হয়ে, আমরা চারপাশে দেখতে পাই না।
আমার জানার পরিধি নিশ্চয়ই সীমিত। সেই কারণেই আমি আমার পাশের বাড়ির কাকিমাকে, ওই ফ্ল্যাটের জেঠিমাকে,দোতলার দিদিটাকে,একতলার বোনটাকে ঠিক এরকম ধর্ষক রূপে,নির্যাতক রূপে আজও দেখিনি। কে জানে হয়তো আমার বা আমাদের মত অনেকের চোখে ধুলো দিয়ে তারা আড়ালে আড়ালে এমন কিছু করে চলেছেন।
আর পুরুষরা প্রতিবাদ করতে না জানার জন্য, অনেকের বক্তব্য অনুসারে,বা সব সময় সঠিক স্পোক person খুঁজে না পাওয়ার জন্য,বোধহয় নিরবে এই ধর্ষণের শিকার হয়ে চলেছেন।
আমি আবারও বলছি আমি পক্ষপাত দুষ্ট হয়ে কিছু বলার চেষ্টা করছি না। আশা করি পুরুষরাও আমার বক্তব্যটা বুঝতে পারবেন। কোনভাবেই কোনো দিক থেকেই এর অপব্যাখ্যা হবে না।
কিছু ভুল হলে, বা বললে ক্ষমা প্রার্থী। তবে প্রশ্নটা কিন্তু রাখলাম প্রশ্নের জায়গাতেই। আশা করি উত্তরটা পাব।
আমার উদ্দেশ্য পুরুষদের বিরুদ্ধে নারীদের উস্কানি দেওয়া নয়। সস্তার পাবলিসিটি কুড়ানো নয়, কারণ পাবলিসিটি পেতে হলে তার অনেকগুলো ক্ষেত্র আছে এই মর্মান্তিক বিষয়গুলো নিয়ে চূড়ান্ত অধম বা নিকৃষ্ট মানুষও পাবলিসিটি কুড়াতে কথা বলবে না অন্তত।