উদাসী মন.”..…….

কলমে সোনালী

সারাটা দিন ধরে পড়ছে যে আজ

মুষলধারে বৃষ্টি,উদাস মনে বসে আমি,

উদাস আমার দৃষ্টি।

মন আমার যাচ্ছে উড়ে পাখনা মেলে

 শ্বেত কপোতের মতো,

নিয়ে ঠোঁটের কোণে এক ফালি মেঘ,

মেটাতে গোবি সাহারার ক্ষত।