“একলা দুপুর”
কলমে সোনালী
আজ মেঘলা আকাশ,একলা দুপুর,
দুকাপ কফি,টাপুর টুপুর,
আকাশ জুড়ে রামধনু রং ,
সবজে-পাতায়,বাজায় নুপুর।
সেই নূপুরের ছন্দ তালে,
কৃষ্ণচূড়া আবির ঢালে,
সেই আবিরের সোহাগ রঙে,
মন পাড়ি দেয় কল্প সুদূর।
সেই সুদুরের একতারাতে,
বাউল মনের আশ্কারাতে,
গেরুয়া নদীর ছলাৎ স্রোতে,
কলসী ভেসে যায় বহুদূর।
সেই কলসীর দুলকি চালে,
আলতা ছোপা পদ্ম তালে,
গ্রাম্যবধুর স্বপ্ন জালে,মন কাড়ানে সুর।
সেই সুরেতে মন ভুলে যায়,
অচিনপুরের দোর খুলে যায়,
পলাশ মালা ঝুলিয়ে গলায়,
কৃষ্ রাখাল চূড়।