“এবার না হয়”
কলমে সোনালী

এবার না হয় বেশ কিছু দিন কোপাই তীরেই কাটুক,
ছাতিমতলায় মিঠেল রোদে বুনো হাঁসটা জাগুক।

এবার না হয় সন্ধ্যা নামুক, বৃষ্টি ভেজা গায়…
সজোর টানে ঠোঁট ডুবিয়ে, মাটির ভারের চায়ে।

এবার না হয় দুঃখ গুলোয় জলের ছিটে লাগুক,
শোলার সাজের নকশা এঁকে নৌকা হয়ে ভাসুক।

এবার না হয়, একটু ভিন্ন লাগুক,লাগুক শালুক ফুলেই,এমা নানা খোঁপায় নয়,এলোমেলো ছোট চুলেই।

এবার না হয় শরীর জুড়ে পলাশ আগুন লাগুক,
বেলা অবেলার হিসেব ভুলে,জীবন,রাঙা পথ ধরে হাঁটুক।

এবার না হয় পদ্ম পাতায়, লেখা হোক ইচ্ছে কথা,
সোহাগী আলোয় কচুরিপানা, পেরক নিষেধ বাধা।

এবার না হয় ঘটুক ঠিক যেমনটা চায় মন,
ছেড়ে,এমা- ওমা, একি- সেকি, মেকির উচাটন।

অনেক তো হল জিজ্ঞাসাবাদ,এবার না হয় থামুক,
রামধনু রং দুচোখে এঁকে, মৌনতাকেই মানুক।

তাই এবার না হয় সমাজ পতি,নিলাম কতেক ছুটি,
নুপুর পায়ে শিশির ঘাসে, খেলতে লুটোপুটি,

এবার না হয় পর্দা পড়ুক অনাহুতের মুখে,
অবাঞ্ছিত অ- সুখ গুলো যাক চুকে বুকে।

এবার না হয় মুক্তি পাক শত ঝর্ণার জল,
কঠিন কঠোর ডিঙিয়ে নামুক,হাহাকার নিষ্ফল।

এবার না হয় স্বপ্নগুলো উড়ুক ডানা মেলে,
ঝরঝরিয়ে পড়ুক ঝরে, রুক্ষ মরুর কোলে।

এবার না হয় যাক ঘুচে যাক,পারা না পারার সীমা,
হওয়া না হওয়ার গল্প কথা, ছুক অনন্ত নীলিমা।

তাই এবার না হয় বেশ কটা দিন,কোপাই তীরে ই কাটুক,
বট ঝুড়িটা জড়তা ঝেড়ে, হাওয়ার দোলায় মাতুক।