“কিছু মুহূর্তই যথেষ্ট”

ভাবনায় সোনালী

শেষ মুহূর্তেও পাশা উল্টে যেতে পারে।

হতে পারে বোরের চালে কিস্তিমাত।

তাই শেষ মুহূর্ত অব্দি কোন কিছুর ক্ষেত্রে,

অপেক্ষা না করে,চটজলদি

মনোমতো একটা ধারণা করে

নিয়ে,সিদ্ধান্তে উপনীত হলে,

পরে পস্তাতে হতে পারে।

ঠিক যেভাবে মেঘলা আকাশ আর ঝড়

বাদলকে উপেক্ষা করে,যে কোন মুহূর্তেই

সূর্যের আলো, জগত সংসার কে

উজ্জীবিত করতে পারে, ঠিক

তেমনভাবেই একটি তরতাজা আলো

ঝলমলে দিনকে ও কয়েক মুহূর্তের

ব্যবধানে, ঝড়ের জগ ঝম্পো

অর্থহীন করে দিতে পারে।

So We can’t say always that,

morning shows the day.