“তুমি”

 কলমে সোনালী

তুমি মানে নীল সাগরে,

মুদ্র সফেন ঢেউ ,

তুমি মানে চাঁদের পরশ,

মনের মানুষ কেউ।

তুমি মানে ভোরের শিশির,

শিউলি ফুলের সুবাস,

তুমি মানে আঁধার রাতে,

নতুন দিনের আভাস।

তুমি মানে রংবাহারি,

অভিমানের পালা।

তুমি মানে জীবন পথে,

সঙ্গে সঙ্গে চলা।

তুমি মানে বাদলা দিনে,

অচিনপুরের চিঠি,

তুমি মানে স্বপ্ন ফেরি,

নীরব প্রতিশ্রুতি ।

তুমি মানে সকাল সকাল,

সুপ্রভাতের চিরকুট,

তুমি মানে আমার টানে,

হেলায় হওয়া দলছুট।

তুমি মানে দৌড়ে এসে,

জাপটে ধরা আদর,

তুমি মানে শীত বর্ষায়,

আগলে রাখা চাদর।

তুমি মানে চোখের তারায়,

আমার আমির আয়না,

তুমি মানে শক্ত হাতে,

সামাল দেওয়া বায়না।

তুমি মানে হাজার ভুলের ,

পরেও একটা কিন্তু,

তুমি মানে সবটা শেষে ও

একটা আলোক বিন্দু।