“দুই পৃথিবী”
কলমে সোনালী

আমরা দুজন, দু টি গ্রহে থাকি,

তবুও তাতেই,খুঁজে পাই অনাবিল সুখ।

হাত বাড়িয়ে,নাগাল না পাই যদি,

ভাবি,আমার হয়ে,না হয়

বৃষ্টিই তাকে ছুক।

আমারা দুজন,একটি নদীর দু পার,

মাঝখানে,আড়ি চিন্হের সাঁকো,

দামাল স্রোতে,সাঁতার কাটাও ভার,

তাই চোখ বুজে বলি,

তুমি না হয়,কল্পনাতে ই থাক।

আমরা দুজন কয়েক জোজন দূরে,

মাঝখানে একটি আলোক বর্ষ,

তবুও শিশির মাখা খামে,পাঠাই,

অনুভূতির,পরাগ সম স্পর্স।

আমরা দুজন, দুটি পথের পথিক,

মাথার ওপর,ঢাকাই বুটি-আকাশ,

ভিনদেশি হাওয়া,তার ছোঁয়া হয়ে,

আমার ঘাড়ের ওপর, ফসকা টানে

খোলে,আল্গা খোঁপার ফাঁস।

তখন ব্যাকুল আমি,এদিক ওদিক,

তাকে খুঁজে না পাই যদি,

মন – গভীরে ডুব দিয়ে দেখি,

বইছে ফল্গু ধারা নদী!