গতকাল দুজন প্রতিবেশী হঠাৎ করেই আমাদের বাড়িতে সন্ধ্যেবেলায় একটা বিশেষ কাজে এসেছিলেন। আমার ক্লাস নাইনে পড়া ছেলেটা তখন ক্যানভাসে চার পাঁচ রকমের রং ছড়িয়ে আঁকছিল সূর্যোদয়ের ছবি, নতুন ভোরের আলো প্রকৃতির বুকে কিভাবে ছড়িয়ে পড়ছে তার ছবি। ভদ্রলোক দুজন তখন হঠাৎই ক্যানভাসের ছবিটিকে লক্ষ্য করে খুব অসহিষ্ণু ভাবে, মশকরা আর বিদ্রুপের ছলে আমার উপস্থিতিতেই আমার ছেলেটিকে কয়েকটি কথা বলেন “একি!! তুমি চারপাশের কোন খবর রাখো না? বর্তমানের পরিস্থিতি যে কতটা বিষাক্ত,ভয়ংকর, তুমি তা জানো না?? যে তুমি এই পরিস্থিতিতে এই সব কিছু কে ছেড়ে এখন সূর্যোদয়,রামধনু আর ফুল ফল সজ্জিত প্রকৃতির ছবি আঁকছো! কিছু মনে করো না হ্যাঁ তোমাকে একটা কথা বলি,আমার মেয়ে সেও কিন্তু প্রায় তোমারই বয়সী হবে অথচ সে এইসব ব্যাপারে খুবই সচেতন। কোথায় কখন কি আন্দোলন হচ্ছে,মিছিল মিটিং হচ্ছে,কোন নিউজ চ্যানেল কখন কোন অরাজকতার চিত্র বা সত্য তুলে ধরেছে সে এই সবকিছুর একেবারে খুবই সচেতন। আর সেই কারণেই ও মরে গেলেও এই সব পরিস্থিতিতে ফুল, ফল,পাতা,প্রেম ভালবাসা এসব নিয়ে ছবি আঁকবে না। এইতো গতকালের ই ঘটনা ধরো না গণ-আন্দোলন নিয়ে এমন একটা অসাধারন ছবি এঁকেছে যে তার মধ্যে দিয়ে এমন একটা বলিষ্ঠ সামাজিক বার্তা পৌঁছে দিয়েছে সবাইকে যে সবার কাছে উচ্চ প্রশংসিত হয়েছে। এই না হলে আর আজকালকার দিনের ছেলে মেয়ে!!”

প্রথম ভদ্রলোকের কথা শেষ হতে না হতেই দ্বিতীয় ভদ্রলোক বলে উঠলেন ” ঠিকই বলেছেন। এখন যা পরিস্থিতি! এই পরিস্থিতিতে হালকা চালের আর কোনো কিছুই নেওয়া যায় না মানে ভালো লাগেনা, বিরক্তিকর লাগে। এই ধরুন না আমার ছেলে সেও তো প্রায় এরই বয়সী হবে,সম্প্রতি ধর্ষণ আর ধর্ষক নিয়ে ইংরেজিতে যা একটা ছোট গল্প লিখেছে না যে কি বলবো, চারপাশে একেবারে হইহই শুরু হয়ে গেছে।”
ওদের মুখে এই সব কথা শুনে আমি কিছু মুহূর্তের জন্য চুপ করে ছিলাম। আসলে অপাত্রে যে ঠিক কি বলবো আর কতটাই বা বলবো সেটাই ভেবে উঠতে পারছিলাম না। কিন্তু আমাকে অবাক করে দিয়ে হঠাৎ করেই আমার স্বল্পভাষী ছেলেটা ভদ্রলোক দুজনকে কয়েকটা কথা বলে বসলো অত্যন্ত বলিষ্ঠভাবে।
ও বলল “আপনাদের মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে আমি কেন এমন ছবি আঁকছি! যেখানে সমাজের বুকে এখন শুধুই আর্তনাদ,অত্যাচার,ব্যভিচার আর প্রতিবাদে র ঝড়। কিন্তু এত কিছুর পরেও কোথাও কি কোন ভালোবাসা বা বিশ্বাস নেই?? এখন কি সত্যি সত্যিই সূর্যোদয় হয় না সূর্যাস্তের পর? বিশ্বাসঘাতকদের মাঝখানে দু একটি হলেও কি ভালো মানুষ এখন আর অবশিষ্ট নেই?? ধ্বংসের পরে এখনো কি আমরা সৃষ্টির অপেক্ষায় প্রহর গুনি না? রাতের অবসানে দিনের প্রতীক্ষা করি না? তাহলে আমি কেন এই বিষয়ের ছবি আঁকতে পারবো না?? তা কেন কোন পরিস্থিতিতেই অপ্রাসঙ্গিক হবে?প্রতিবাদ বা আন্দোলনের ছবি,এই পরিস্থিতিতে প্রাসঙ্গিক হলে, প্রেম ভালোবাসা ফুল ফল নিয়ে লেখা গান বা কবিতাও প্রাসঙ্গিক হবে। কারণ এটাই তো সেই আলো বা রসদ যা প্রতিকূল পরিস্থিতিতে আমাদের বাঁচতে শেখায় লড়তে শেখায় কোন কিছুর সাথে আপোষ না করে এগিয়ে যেতে শেখায়। নেগেটিভিটির মাঝখানে আরো নেগেটিভিটি না ছড়িয়ে যদি সামান্যতম পজিটিভিটি ছড়িয়ে দি তাহলে ক্ষতি কি??
ওর মুখে এই ধরনের উত্তর শুনে আমি সত্যিই অভিভূত হয়ে গিয়েছিলাম। তাই সে ও আমার নিজের সন্তান বলে নয় ওর মন মানসিকতার উদারতা এবং পজিটিভিটি দেখে। ও কখনোই খুব একটা বেশি কথা বলে না অথচ এই ব্যাপারে এইভাবে এতটা পরিশিলিত,মার্জিত ও যুক্তি সম্মত কথাবার্তা বলেছে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম।

আসলে কিছুদিন আগেও এই ভদ্রলোক দুজন অন্য একটি কারণে আমাদের বাড়িতে এসেছিলেন আর তখন ও ওনারা দুজনে আমার ছেলেকে আমার সম্পর্কে খোঁচা দিয়ে দুই একটি কথা বলেছিলেন যা আমার ছেলের একেবারেই ভালো লাগেনি। সেদিন উত্তরটা যদিও আমি দিয়েছিলাম তা সত্বেও হয়তো অবচেতন মনে এনাদের এই ধরনের অভদ্র কথাবার্তা একটা বিরূপ ছাপ ফেলেছিল ওর মনে। আর হয়তো সেই কারণেই ওই একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় ও এইভাবে প্রতিবাদ করেছে।

ওনারা সেদিন বলেছিলেন,” এরকম পরিস্থিতিতে তোমার মা এখনো প্রেম-ভালোবাসা আর ফুল ফল নিয়ে কবিতা লিখে চলেছেন বর্তমান পরিস্থিতিতে তা সত্যিই বড় বেমানান। উনি বোধহয় লেখার মধ্য দিয়ে বা অন্য কোন ভাবে প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন,ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন ভেবে….!!!”

ওনাদের এইসব কথা মাঝপথে থামিয়ে দিয়েই সেদিন আমি এর উত্তরে বলেছিলাম-” হ্যাঁ আপনারা একদম ঠিকই বলেছেন। আমি প্রতিবাদের চূড়ান্ত সীমা অতিক্রম করতে সত্যিই ভয় পাই আমার সে কথা স্বীকার করতে বিন্দুমাত্র লজ্জা নেই বা সংকোচ নেই। তা সে ঘোষিত বা অঘোষিত ব্যক্তিত্ব যাই বলে ভাবুন না কেন। ভয় পাচ্ছি তার কারণ, প্রায় বছর হতে চলল এখনো আমাদের সমাজে আমাদের বিচার ব্যবস্থায় বহু নৃশংস ঘটনার কোনো যথাযথ প্রতিবিধান হয়নি আর এই ধরনের ভ্রষ্টাচারে জর্জরিত সমাজে প্রতিবাদের চূড়ান্ত সীমা অতিক্রম করলে তার পরিণতিও যে ভালো হবে না সে বিষয়ে তো আমাদের কারোর সংশয় নেই। তা সে স্বনামধন্য লেখিকা তসলিমা নাসরিন ই হননা কেন। আমি তো কোন ছাড় কিছুটা স্বঘোষিত গোছের মানুষ 😂 তাই স্বাভাবিকভাবেই আপনাদের সাহায্যের হাত যে আমি পাব না সে তো আমি জানি আর জানি বলেই ভাবি যে ফলশ্রুতি হিসেব আমার এই ফুটফুটে নাবালক ছেলেটি যে এতগুলো বছর ধরে আমার একার দায়িত্বে আর যত্নে প্রতিপালিত হয়ে চলেছে সে তো তখন অনাথ হয়ে পড়বে!! তখন তার কি হবে?
আর আপনাদের চারিত্রিক ও স্মর্টেম এর আগ্রহ তো নিশ্চয়ই তখনও এতোটুকুও কমবে না তখনও নিত্যনতুন মন্তব্য উড়ে এসে পড়বে। এখানে ওখানে।

“নেত্রী হওয়ার লোভে নিজের সন্তানটাকেও পর্যন্ত বলি দিয়ে দিল কি ধরনের মেয়ে মানুষ বোঝো একবার!!”কি ঠিক বলছি তো??
………………………
এইসব কথা সেদিনই আমার ছেলের মনে ওদের বিরুদ্ধে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। হয়তো সেই কারণেই ওনাদের ওই একই ধরনের মন মানসিকতার পুনরাবৃত্তি দেখে ও আর চুপ করে থাকতে পারেনি।

কি অদ্ভুত না!!যখনই আমাদের চারপাশে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অশান্ত,উত্তাল পরিবেশ তৈরি হয়,তখনই কিছু মানুষ অন্যের তুলনায় নিজেরা কতটা বেশি প্রতিবাদী বা সমাজ সচেতন সেই বিষয়টাকে প্রতিপন্ন করার জন্য একেবারে গলায় ঢাক ঝুলিয়ে অন্যের সমালোচনা করতে বেরিয়ে পড়েন। কিভাবে তুচ্ছ বিষয়কে হাইলাইট করে কোমর বেঁধে খামোখা ছায়ার সঙ্গে প্রতিযোগিতায় নাম লেখাবেন তারই পরিকল্পনা করতে থাকেন। প্রতিবাদের ছুঁতো করে অহেতুক কিছু মানুষকে টেনে হিঁচড়ে নামানোর মহান চেষ্টা করেন।

তারা ভুলে যান যে, প্রতিটা মানুষের একটা ব্যক্তিগত জীবনও আছে। সেখানেও তাদের নানান রকমের লড়াই, সংগ্রাম, দায়-দায়িত্ব পাওয়া না পাওয়ার টানাপোড়েন আছে। তাই যদি এই সব কিছু মিলিয়ে কোন মানুষ মিছিল মিটিং বা প্রতিবাদের বাতাবরণে “জাগো নারী জাগো বহ্নিশিখা” বা “কারার ওই লৌহ কপাট” গানগুলোর সাথে সাথে,প্রেম ভালোবাসার গান করেন,কবিতা লেখেন বা ছোট ছোট ছেলে মেয়েরা ক্যানভাসে অরাজক পরিবেশের সাথে সাথে প্রকৃতি,ফুল ফল,গাছ নিয়ে ছবি আঁকে তাহলে তাহলে ক্ষতি কি ?? আর তাছাড়া ওনাদের জ্বালা ধরা ওনাদের মন্তব্য গুলো শুনেই তো বোঝাই যাচ্ছে যে এইসব মানুষগুলো ঠিক ওনাদের স্তরের বা ক্লাসের পন্ডিত নয়। তাহলে এই সব নিম্নমানের হাস্যকর বিষয় নিয়ে কবিতা লেখা গান বাধা দু একজন মানুষের পক্ষে প্রেম-ভালোবাসার গান গল্প লিখে নিশ্চয়ই এই জ্বালা মুখী আন্দোলনের অভিমুখ প্রভাবিত করা সম্ভব নয়।

তাই বরং সর্বান্তকরণে কামনা করি যেন মানভূম, সিংভূম,বীরভূম বা অন্যান্য যে কোনো ভূমি বা ভূম থেকেই খুব শিগগির আবারও কয়েকজন বিনয়,বাদল,দীনেশ বা মাতঙ্গিনী হাজরা,প্রীতিলতা ওয়াদ্দেদারের মত স্বাধীনতা সংগ্রামী মানুষরা ঘুরে দাঁড়ান। যাঁদের অভাবনীয় ব্যক্তিত্বের জোরে আর নেতৃত্বের জোরে বহু সাধারণ মানের স্বঘোষিত গায়ক গায়িকা, নায়ক নায়িকা, লেখক লেখিকাও ওনাদের মতন সর্বজন দ্বারা স্বীকৃত বা ঘোষিত নোবেল,পদ্মশ্রী,পদ্মভূষণ,অস্কার বিজয়ী মহান মানুষদের সাথে মিলে অনুপ্রাণিত হয়ে এই গণআন্দোলন কে সফল করে তুলতে পারেন।