“বদল”
কলমে সোনালী
ছোট্ট ছোট্ট কাচের চুড়ি, ঝিনুক গাঁথা হার,
গোটা কয়েক রঙিন ফিতে,ছেঁড়াগোপালভার,
আগের মতন, ঠিক এখনো আছে,
চিলেকোঠার ঘরে, বদলে শুধু গেছে সাথী,
রোদ বৃষ্টি ঝড়ে। আগের মতন,এখনো ঠিক,
দুপুর রোদ মেখে,একজোড়া চোখ লুকিয়ে খোঁজেে,
কে জানে ঠিক কাকে? যদিও জানে বদলে গেছে,
নদীর বুকে জল,চারপাশ জোড় উপনদী তার,
তাই থই পায় না তল। আজো আছে,কিশোরী বিকেল,
আর রুমাল চুরির ধুম,বদলে শুধু গেছে,খোঁজ,
তাই নিরুদ্দেশে ঘুম। যেমন ছিল ঠিক তেমনি আছে,
হলুদ তাঁতের শাড়ি,আঁচল গেরয় লুকিয়ে রাখা,
শুকনো গোলাপ কুঁড়ি। কিন্ত বদলে আজ গেছে মালি,
বদলে গেছে বাগান, হাত বদলের টানা পোড়েনে,
স্বপ্ন অভিমান। আজো ঠিক একই আছে,
দিঘির কোলে কাজল, বদলে শুধু গেছে ছবি,
দৃষ্টি মুখের আদল। আজো ঠিক আগের মতই,
বৃষ্টিধারা নামে,রাধাচূড়ার শরীর ভেজে কৃষ্ণচূড়ার নামে।
তবে বদলে শুধু গেছে বাঁশি, বদলে গেছে ধুন ,
ডাগোর চোখে যমুনার ঢেউ, তমাল মূলে ঘূণ।