বিতর্কিত প্রশ্ন….

ভাবনায় সোনালী 

যে সব মহিলারা (নিঃসন্দেহে সবাই নন কিছু সংখ্যক মাত্র) দাম্পত্য সম্পর্কে গাঁট ছড়া বেঁধে,অনাকাঙ্ক্ষিত পুরুষের সাথে মিলিত হন,কল্পনায় কাঙ্খিত পুরুষের ছবি রেখে,তাদের সন্তানদের ওপর বায়োলজিক্যাল এবং কল্পোলজিক্যাল উভয় পিতারই প্রভাব পড়তে পারে কি ?

  • কারণ ওই সময় যদি ঈশ্বর চিন্তা করলে সেই প্রভাব পড়তে পারে,কূ চিন্তা করলে তার প্রভাব পড়তে পারে,তাহলে মেডিকেল সাইন্স অনুযায়ী বিজ্ঞানসম্মতভাবেই কি এই প্রভাবটাও পড়ার কথা নয় বিষয়টাকে কি কএকেবারেই উড়িয়ে দেওয়া যায় ?