“ভালোবাসি”
কলমে সোনালী
আমি তাকে ভালোবাসি,বাসতেই পারি!
তাতে লজ্জা হবে কেন?
একি ধর্ষণ,খুন,রাহাজIনির মতই কিছু কোনো?
আমি তাকে ভালোবাসি,তাতে এমা! ছি! ছি! কিসের?
একি ঠক,জোচ্চোর,প্রতারকদের থেকেও
বেশি বিষের ?
আমি তাকে স্বপ্নে দেখি,তাতে সংকোচ টা কোথায়?
সংকোচ কি হয় তখনো? যখন স্বপ্ন ফুরিয়ে যায়?
আমি তাকে ভাবনায় ছুঁই,যেমন ইচ্ছে তেমন!!
আদর,চুমুর বহর চলে, প্রায়,বে—-শ কিছুক্ষণ।
এমা একি! হাসছো কেন?বেহায়া ভাবছো বুঝি?
বেহায়া কি তাদেরও ভাবো? যাদের মন ভাঙাতে রুচি?
আমি তাকে,মন দিয়েছি,আমার স—ব চেয়ে
দামি গিফ্ট,
এইরে! এবার বোধায় নিশ্চয়ই ভাবছো?
আমার মাথায় কত ছিট?
কি বললে? বয়স কত? দেখতে কেমন?
লম্বা নাকি বেঁটে?যোগ্যতা কি?ক্ষেমতা কত?
গলায় ডিগ্রী কটা সেঁটে?
আরে আরে,দাঁড়াও,দাঁড়াও এত্ত তাড়া কিসের?
যদি বলি,বয়সে সবুজ,ইচ্ছেয় নীল,তখন বুঝবে সেসব হিসেব?
তা সে তোমরা বোঝ,না বোঝো,আমার তাতে কি?
আমি তাকে ভালোবাসি,এ আমার, নির্ভীক স্বীকারোক্তি।