হাসি আছে , কান্না আছে,
বাঁচা আছে, বাঁচার লড়াই আছে।
প্রকৃতি- ক্যানভাসে ডুবে যাওয়া সূর্যে,
কত মানুষের শেষ নিঃশ্বাস আছে।
ঘরের কোণে পাতাবাহার গাছটার
বড় হয়ে যাওয়া,অ্যালবামের কত
পরিচিত হাসি,ল্যাম্পপোস্টের আলোয়
শরীরের মৃদু শিহরণ আছে।
অনন্ত পথ অতিক্রমকরা ক্লান্ত নদীর
প্রতি, সাগরের হাতছানি,
সারি সারি ধূসর রঙের ফাঁসির দড়ি,
শকুনের অট্টহাসি, শিকারি চোখের
দৃষ্টিভঙ্গি, মাদকতায় চুর,
বিধ্বস্ত শ্মশানের বুকে, তরুনীর
আর্তনাদ আছে। ঝড়ের কারো
বেশামাল আঁচল কে, উড়িয়ে নিয়ে যাওয়া,
শোকেসের পুতুলগুলির করুণ চাহনি,
বেগতিক দেখে গতিমুখ বদলানো
পাখিদের, অন্য গাছে বাসা বাঁধা আছে ।