“মন্তব্য আর গন্তব্যের গড়মিল”
কলমে সোনালী
যার ঝুলিতে যা থাকবে,সে তো দেবে সেটাই,
ঈর্ষা থাকলে ঈর্ষা বিলোবে,রাগ থাকলে তাই।
মান থাকলে মান দেবে,আশা থাকলে আশ্বাস,
যশ থাকলে স্বীকৃতি দেবে,ভালোবাসা থাকলে বিশ্বাস।
স্বপ্ন থাকলে ভরসা দেবে,ক্ষমতা থাকলে গতি,
বিষাদ থাকলে জ্বালা দেবে,শেখাবে ক্ষয় করতে নিরবধি।
ভ্রষ্টতা থাকলে মুখোশ দেবে,দেবে ছলচাতুরির ভরং,
হতাশা থাকলে বিষাদ দেবে,দেবে তিলে তিলে মরণ।
আলো থাকলে প্রদীপ দেবে, রামধনু থাকলে রং,
নষ্টামি থাকলে কালি ছেটাবে,বলবে আঙুল তুলে সং।
স্রোত থাকলে নদী দেবে, মেঘ থাকলে বৃষ্টি,
সৃজনশীলতা প্রেরণা দেবে, জাগাবে দিব্যদৃষ্টি।
বিকৃতি থাকলে বিষ দেবে, নেশা থাকলে ঘোর,
লাঞ্ছনা থাকলে তিরস্কার দেবে,বলবে সব সাধুকেই চোর।
সুর থাকলে বাঁশি দেবে,ঝিনুক থাকলে মালা,
স্থিতি থাকলে ঘর দেবে,ঘোচাবে শেকড়হীনের জ্বালা।
তাই কে কি দিল কি আসে যায় ?? কি হবে সে সব ভেবে ?
দেওয়ার ঝুলি যা দেবে ,তা দাতার সীমাবদ্ধতা মেপে।
Khub meaning full lekha ba kobita. It depends on one’s perspective. Aaro onek kichu bolar thake, kintu shahosh hoye na. Hoye to guchiye bolte parina, kintu bujhte pari shob, obossho aamar moton kore. Anyways khub bhalo laglo pore. Bhalo thakben. Aar aamar Hero ke onek onek Aador, Bhalobasha o Ashirbad.🙏
Thank you so much 💞