“মর্মান্তিক”
ওরে এবার তোরা থাম,
এবার তোরা থাম।
ঢের দেখেছি দেশের ভালো,
ভেলকিবাজি সাদা কালো,
যার মাশুল দিতে সবটা গেল,
হল জীবন নরক ধাম।
ওরে এবার তোরা থাম,
এবার তোরা থাম।
খালি আমার বাড়ি তোমার বাড়ি,
রাম রহিমের পৈতে দাড়ি,
নির্বিকার দেখেও,রেললাইনে,
সারি সারি,আপন জনের প্রাণ।
ওরে এবার তোরা থাম,
এবার তোরা থাম।
জ্বলছে চিতা সারি সারি,
নিভছে আগুন কই?
কার দোষে আজ সবটা গেল,
পাইনা তার থৈ।
ওই বাড়ির খোকন গেল,
এই বাড়ির মা,কার তাতে কি
যায় আসে বল? শুধু লুটেপুটে খা।
মানুষ যাবে আসবে মানুষ,
তাতে নতুন কি?
মান আর হুঁশ থাকতো যদি,
এমন ভাবতে পারতো কি?
ভোট তন্ত্রের উলকি ছাপা,
সুতোয় নাচা পুতুল,
মিডিয়ায় উলট পুলট পুরান
শোনায়,বুঝি শুরু থেকে সব ভুল।
হ্যান কারেগা,ত্যান কারেগা,
কথার ফুলঝুরি,
কথার জালে জড়িয়ে পড়ে,
আজ নিজের কবর খুঁড়ি।
খালি গদির লড়াই,নিজের বড়াই,
মানবতার খুন,ভালোর মুখোশ
ছিঁড়লে হাটে,দেখি মুখে কালি চুন।
লোভীর পেশা,লোভের নেশা,
ছড়ায় সর্বনাশ, স্তুপে,স্তুপে,
স্তুপাক্কার আজ,আপনজনের লাশ।
কোথায় আজ গঙ্গা প্রাপ্তি?
হরিধ্বনী কই?
লাশের স্তুপে আজ কে ছেটাবে?
কার নামে কার খই?
পাপের তাপে জগৎ কাঁপে,
তবু মালিক সাজার শখ,
মৃত্যু বিষে ধুঁকছে মানুষ,
দিচ্ছে খেসারৎ।
কে যানে, কার কখন পালা?
ডাক আসবে কখন,আজকে আছি,
হয়তো থাকবো না কাল,
এলে মৃত্যু রাজের শমন।
তবে থাকবে যারা,প্রলয় শেষে,
দেখবে নতুন দিনের ভোর,
মনুষ্যত্বের মন্ত্রে কাটবে,
তাদের অমানিশার ঘোর।
হয়তো সেদিন, আমার খোকন,
হাঁটি হাঁটি পা,ওকে রাখবে ঘিরে
আদর নীড়ে,কোন কোল শূন্য মা।
সেদিন,আমি তুমি র চক্রব্যূহে,
হয়তো যাবে না আর প্রাণ,
নতুন কোন চন্ডী লালন,
গাইবে মানবতার গান।
good
THANK YUO
THANK YOU
Thank you
Thanks