“মূর্খের সঞ্চয়”কলমে সোনালী

কেড়ে কুড়ে নিলো যা,

ভিক্ষুক বা দানবের বেশে,

ভেবে মহাসম্পদ সম্ভার,

আসলে তা তো,জঞ্জালেরই নামান্তর।

বিশ্ব বিধাতার চোখে,

আগাছার প্রতিশব্দ,স্থাবর অস্থাবর।

কেড়ে  নিতে পারল না যা,

সে তো চিরন্তন সৃষ্টি মহিমা

উদ্ভাসিত  সত্তা,যা শাশ্বত নাওকে ,

নব নব সৃষ্টি পল্লবে  সুসজ্জিত করে,

পরমযত্নে বয়ে  নিয়ে যাবে,

হাকালের অনন্ত স্রোতের উপর দিয়ে ,

একাল থেকে পরবর্তী কালের

দোর গোড়ায়।