“মেয়ে মানুষ”
কলমে সোনালী
এই মেয়েটাই সেই মেয়েটা।
কে?কে ?কে?কোন মেয়েটা ?কোন মেয়েটা ?
ওই যে,যেই মেয়েটার সব সময়ই থাকতো কেবল মাথা নিচু,
যাকে ধাক্কা মেরে ফেলে দিলেও,অবহেলা ছুঁড়ে দিলেও,
বেহায়াপনায় নিত পিছু। এই মেয়েটাই সেই মেয়েটা।
যে ছিল বড্ড গতিহারা,গায়ে পড়া। যার মুঠোর মধ্যে ধরা ছিল,
সুখী নীড়ের স্বপ্নটা। সেই মেয়েটাই এই মেয়েটা।
যে ছিল ভারি অভিমানী। আপন জনের ভাগ দিতনা,
তাই মনে হতো,তাকে ইরিটেটিং প্যানপ্যানানি।
সেই মেয়েটার,ছিল মাথায়ও দোষ। তাই শরীর সুখে সে মানেনি পোষ।
ভাবনায় ছিল সে প্লেটনিক,আর কথায় ছিল ফিলজাফিক,
তাই ছিল,প্রেমিক চোখে ইমম্যাচিউরড, বিকল্পে তার,
ছিল নীল ছবি আর ব্ল্যাক কফি।
সেই মেয়েটা,আবার তর্কও করত,খিস্তি খেউর যেই শুনতো,
আবার এক লহমায় সব ভুলতো,মাথায় কেউ হাত বোলালেই।
এই মেয়েটাই ,নাকি দেখতো আকাশ,গাইতো গান,ছুঁতো বাতাস,
ছিল,কেমন যেন টার্গেট হীন,এলোমেলো উদাস উদাস।
এই মেয়েটাই, ছিল ফ্রাস্ট্রেটেড,বোরিং আর ব্যাকডেটেড,
ভাবতো, চ্যাটিং,ডেটিং মিনিং লেস,কিংবা বহুগামী এনগেজমেন্টস।
তাই এই মেয়েটার,ছিল সন্দেহ ভুত,শুধু আগলে রাখার খুঁজতো ছুঁত।
আসলে করার মত ছিল না কিছু ! তাই থাকতো ইনসিকিয়র কাঁচুমাচু।
এই মেয়েটা, ছিল বড্ড একা, যাকে নিজের বলতে লজ্জা হতো,
মানানসই ছিলনা তেমন, তাই ভালোবাসা হীন করুণা পেত।
সেই মেয়েটার জন্মদিন !! বিয়ের তারিখ !!ডিসগাস্টিং।
মনে রাখার আবার বিষয় নাকি ?তাই ভাবলে করতো গা গিন গিন।
সেই মেয়েটার, নাকি মুখেও কালি,যার শুরু থেকে সবটা জালি,
তবু ছিল এক নম্বর হওয়ার শখ,আরে বাবা, একেই বলে,
মোল্লার দৌড় মসজিদ তক।
সেই মেয়েটার ভাবনাগুলো, চিলেকোঠায় মাখতো ধুলো,
সেই মেয়েটা, ছিল আনকালচরড,আন সোশাল আর হট টেম্পারড,
অথচ সবাই মিলে ধাক্কা দিলেও,পেরত না সে ঘর -চোওকাঠ
সেই মেয়েটা,ছিল কেয়ারলেস,গুড ফর নাথিং,ক্যারিয়ার শেষ।
বিছানায় শুলেও ফ্যাকাশে কাঁথা,তাই ভরতো না মন,ফ্যান্টাসিতে সানি লিওন,
বিরক্তিতে ধরত মাথা।
আবার সেই মেয়েটাই জাগতো যদি, নামতো শরীর জুড়ে দামাল নদী,
হত বেহায়াপনায় নষ্ট সতী,বলা হতো,ও…… বহু বিছানায় এক্সপিরিয়েন্সড।
আজ এই মেয়েটাই সেই মেয়েটা,যার শক্ত মুঠো,যে উঁচিয়ে মাথা,
যে মুখোশধারীর মুখোশ খুলে,আজ সমাজকে দেয় নিরাপত্তা।
সেই মেয়েটাই,এই মেয়েটা। যেই মেয়েটার,আজ দশটা হাত, চোখে আগুন,
তাই কেয়া বাত, এই মেয়েটা প্রতিবাদী,একলা লড়ে দিনরাত।
এই মেয়েটার কাস্তে হাতে,ওই মেয়েটার হাতে কলম,ওই মেয়েটা মহাকাশে,
এরা আজ সবাই মিলে, তিন ভুবনে,যমের জম।
এই মেয়েটাই সেই মেয়েটা,সেই মেয়েটাই এই মেয়েটা,
যে জ্বালিয়ে অতীত, জাগিয়ে চিতা, মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে,
কাটিয়ে সব দুর্বলতা, নিজের সড়ক আজ নিজেই গড়ে, তুড়ি মেরে নিষ্ফলতা।
এই মেয়েটাই সেই মেয়েটা,সেই মেয়েটাই এই মেয়েটা,
এই মেয়েটাই ওই মেয়েটা, ওই মেয়েটাই এই মেয়েটা।
___________________________________________________________