“ল্যাম্পপোস্ট

সোনালী মিত্র

হিমেল রাত, বৃষ্টির ছাঁট,
বাঁকা পথে ল্যাম্পপোস্ট,
ঝাপসা কাঁচ,অস্পষ্ট ধাঁচ,
সপশপে রেইন কোট।

নেশালু চোখ, মাতাল ঠোঁট,
চকচকে দাঁত নখ,
অজানা খাঁজ,
ধিকি ধিকি আঁচ,
ফোকাসে ল্যাম্পপোস্ট।

নিভু নিভু আলো,
ঝোরো ঝোরো হাওয়া,
কাদা জলে ভিজে,
টোলে ঢোলে পড়া,
অচেনা সুখ,অজানা আদরে,
সপশপে রেইনকোট,

ঝাপসা কাঁচ, অস্পষ্ট মুখ,
ফোকাসে ল্যাম্পপোস্ট।