কথার মারপ্যাঁচে ভালবাসার নির্বাসন”

কলমে সোনালী

কত কথাই তো পাঠাই তোমাকে রোজ রোজ,

রক্ত,মাংস,মজ্জা নিঃসৃত অনুভূতির নির্যাস।

কত শব্দ,কত বর্ণ,কত সংকেত,মস্তিষ্কের কোষ

থেকে জন্ম নিয়ে,বিদ্যুৎ তরঙ্গের মত আছড়ে

পড়ে,তোমার চৌকাঠে।ভ্রুক্ষেপ হীন

তুমি,তাদের চড়া রোদে ফেলে রেখে দিয়ে,

নিক্ষেপ কর,অবাঞ্ছিত বিবর্ণতায়।আসলে এই

সব কিছুতে বড্ড অস্বস্তি হয় তোমার,শতাব্দীর

ছাপ লাগা তারুণ্যহীন আবেদনে, বিরক্তি জাগে,

তাই আদিম অনন্ত মহাকালের স্রোত,মুখ থুবড়ে

পড়ে, অর্থহীন বুদবুদের মত চেতনার বাইরে।

ফিরে যায় অভিব্যক্তিরা, নিষ্ফল খড় কুটোর মত,

এলোমেলো অযাচিত ঠিকানায়। অন্য দিকে পাড়ে

দাঁড়িয়ে অবিকল অবিচল তুমি, এক মুঠো

স্থবিরতাকে আঁকড়ে ধরে,শুধু কাকড়ের আকৃতি,

প্রকৃতি আর ধারের বাহুল্য নিয়ে অভিযোগ করে,

ঝড় তোল,শাস্তির ফরমান জারি কর,অন্তঃসারশূন্য

 নিক্ষেপ  প্রক্ষেপের স্পর্ধা নিয়ে।