বহুদিন ই আর রং তুলি প্যালেটে র সাথে কোন যোগাযোগ নেই আমার। লেখালেখির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও ছবি আঁকা আর হয় না সেভাবে। কিন্তু সম্প্রতি আমার ছেলে সোহমের হাতে আঁকা নিত্যনতুন সুন্দর সুন্দর ছবি দেখে অনুপ্রাণিত হয়ে আমার আবার ক্যানভাস জুড়ে কল্পনাকে বাস্তবায়িত করার সাধ জেগেছে। এই ছবিটি তারই একটি সামান্য নিদর্শন।।