অপেক্ষা
কলমে সোনালী

যেন কোন অচিনপুরের ঘাটে,
মাধুকরী ডিঙা ফেরার আশায়,
সনকার বিনিদ্র রাত কাটে।
যেন কোনো নাম না জানা দেশে,
ভরা মেহফিলে হেরে যাওয়া ঘুঁটি,
দ্রৌপদী এলোকেশে।
যেন কোনো তেলেনাপোতার গ্রামে,
পড়ন্ত বেলার শুকনো বকুল,
তাকে আজও চিঠি লেখে নীল খামে।
যেন কোনো অতীত স্মৃতি
আছড়ে পড়া,সবুজ কিশোরী চড়ে,
বিরহিনী মন ডুকরে কাঁদে,
ফসিলের বুক ফুঁড়ে।