পরিমাপ
কলমে সোনালী

ঠিক কতটা না চাইলে,উদাসীনতার ছলে,
অহেতুক,অবাঞ্চিত কোন আগলে থাকাকে,একটু একটু করে রোজ আলগা করে দেওয়া যায়?

ঠিক কতটা অভিমানে,সাগরের দামাল ঢেউ শান্ত দীঘির মতো পড়ন্ত বিকেলের তামাটে রোদ মেখে,নিশ্চুপ বসে থাকে?

ঠিক কতটা দিশেহারা হলে,বাসার দিশা হারিয়ে,অস্থিরতায় ছটফট করে বিপন্ন পাখি?

কতটা বোকা হলে,অদেখা অজানা কাউকে,
শুধু অনুভবে,অনুভবে সব টুকু সঁপে দেওয়া যায়?

ঠিক কতটা অপেক্ষায় বাঁধ ভাঙ্গে নদীর?সাগরে না মিলে গতিপথ বদলায়?

আর কতটা অ-সুখ হলে,জীবনের সীমা ছাড়িয়ে জীবন,মৃত্যুর কোলে আদরে ঘুমায়?

ঠিক কতটা মিথ্যার পারা চড়লে,মুখ মুখোশের বিভ্রান্তিতে একটু একটু করে ধ্বসে পড়ে,নোনা ধরা ঘর?

ঠিক কতটা শূন্যতা গ্রাস করলে,প্রলোভনের হিসেবি খাতার ফাঁকে,মাঝে,মাঝে ভেসে ওঠে,নিষ্পাপ করুন মুখ?

আর কতটা আদর ও শরীর ঘাঁটাঘাটির পর,আবার সন্তর্পনে ফিরে যাওয়া যায়,নিরাপদ আশ্রয়ে?
কতটা? ঠিক কতটা?