“বদল”
কলমে সোনালী
ছোট্ট ছোট্ট কাচের চুড়ি ঝিনুকগাঁথা হার,গোটা কয়েক রঙিন ফিতে,ছেঁড়া গোপালভার।আগের মতন ঠিক এখনো আছে চিলেকোঠার ঘরে,বদলে শুধু গেছে সাথী রোদ বৃষ্টি ঝড়ে।
আগের মতন,এখনো ঠিক দুপুর রোদ মেখে,একজোড়া চোখ লুকিয়ে খোঁজে কে জানে ঠিক কাকে?যদিও জানে বদলে গেছে নদীর বুকে জল,চারপাশ জোড়া উপনদীতেও থই পায় না তল।
আজও তেমন কিশোরী বিকেল আর রুমাল চুরির ধুম কিন্তু বদলে আজ গেছে খোঁজ,তাই নিরুদ্দেশে ঘুম।
যেমন ছিল তেমনি আছে,আজও হলুদ তাঁতের শাড়ি,আঁচল গেরয় লুকিয়ে রাখা,
শুকনো গোলাপ কুঁড়ি কিন্ত বদলে আজ গেছে মালি,বদলে গেছে বাগান,হাত বদলের টানা পোড়েনে স্বপ্ন অভিমান।
আজো ঠিক তেমনি আছি,দিঘির,দুকোল জুড়ে কাজল,যদিও বদলে তার গেছে ছবি,দৃষ্টি মুখের আদল।
আজও ঠিক একইভাবে বৃষ্টি ধারা নামে, রাধাচূড়ার শরীর ভিজে কৃষ্ণচূড়ার নামে, তবে বদলে আজ গেছে বাঁশি,বদলে গেছে ধূণ,তাই ডাগর চোখে,আজ যমুনার ঢেউ আর তমাল মূলে ঘূণ।